কেভিন ডি ব্রুইন বদলি হিসেবে মাঠে নামতেই বদলে গেল ম্যাচের রং

অনলাইন ডেস্ক, ১৮ জুন।। ম্যাচের শুরুতেই গোল আদায় করে প্রতিপক্ষকে চেপে ধরেছিল ডেনমার্ক। দলটার উজ্জীবিত নৈপুণ্যে খেলায় ফেরার সুযোগই পাচ্ছিল না বেলজিয়াম। তবে কেভিন ডি ব্রুইন বদলি হিসেবে মাঠে নামতেই বদলে গেল ম্যাচের রং। সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও জাল খুঁজে নিলেন। পিছিয়ে পড়েও টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা পেল দারুণ এক জয়।

বৃহস্পতিবার ইউরো কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। এই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই আসরের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান দলটির। গ্যালারির দর্শক থেকে শুরু করে দুই দলের খেলোয়াড়রা, সবাই এ ম্যাচটি উৎসর্গ করেছেন ক্রিশ্চিয়ান এরিকসেনকে। ডেনমার্কের এই মিডফিল্ডার শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হন।

এখন যিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থতার পথে রয়েছে। সতীর্থকে উৎসর্গ করা ম্যাচে ডেনমার্ককে শুরু থেকেই দেখা যায় ভিন্ন মেজাজে। ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই আসে প্রথম গোল। গোলটি করেন ইউসুফ পউলসেন। এরিকসেনকেই এই গোলটা উৎসর্গ করেন তিনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ড্যানিশরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় বেলজিয়াম।

৫৪ মিনিটে দলের হয়ে সমতা ফেরান থরগান হ্যাজার্ড। যে গোলে বড় অবদান ডি ব্রুইনের। লুকাকু সামনে থেকে দলের আক্রমণকে নেতৃত্ব দিচ্ছিলেন। বক্সের ঠিক কাছে তিনি ডি ব্রুইনের দিকে বলটা বাড়িয়ে দিয়েছিলেন। আর ডি ব্রুইন তা নিপুন দক্ষতায় হ্যাজার্ডের পায়ে দেন। দারুণ ফিনিশিংয়ে যিনি সমতা টানেন ম্যাচে। ডি ব্রুইন এরপর নিজেই জাল খুঁজে নেন। ৭০ মিনিটে তিনি দলের হয়ে জয়সূচক গোলটি করেন।

ডি বক্সের ঠিক মুখ থেকে জোরালো শটে করা গোলটি ছিল দেখার মতো। সোমবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে বেলজিয়াম। একই দিন রাশিয়ার বিপক্ষে খেলবে ডেনমার্ক। নকআউট পর্বে যেতে হলে রাশিয়াকে হারাতেই হবে ডেনমার্ককে। সেই সঙ্গে তাকিয়ে থাকবে হবে অন্য ম্যাচের দিকেও। দুই ম্যাচে তারা পয়েন্ট শূন্য। অন্যদিকে রাশিয়া ও ফিনল্যান্ড ৩ পয়েন্ট করে নিয়ে আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?