অনলাইন ডেস্ক, ১৮ জুন।। নেইমারকে অলিম্পিক ফুটবলের দলে রাখেনি ব্রাজিল। বৃহস্পতিবার ঘোষণা করা দলে তার নাম দেখা যায়নি। তার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে দানি আলভেসকে। কেন নেইমার বাদ পড়লেন তার কোনো কারণ বিশদে জানায়নি ব্রাজিলের জাতীয় ফুটবল সংস্থা (সিবিএফ)। এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘নেইমার আমাদের জাতীয় দলের সম্পদ।
আমরা ওকে অলিম্পিকের দলে রাখতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ওকে দলে রাখা যায়নি।’ ব্রাজিলের গণমাধ্যমগুলো বলছে, নেইমারকে অলিম্পিকের দলে যাতে না রাখা হয় সে ব্যাপারে পিএসজি তাদের ফেডারেশনকে অনুরোধ করেছিল।
সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নেইমারের নেতৃত্বে কোপা আমেরিকায় প্রথম ম্যাচে বড় জয় পায় ব্রাজিল। শুক্রবার দ্বিতীয় ম্যাচ ভেনিজুয়েলাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। নেইমার এদিন নিজে গোল করেন। ৬৮তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি তার।
ফ্রেদের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি জাল খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি পেরুর গোলরক্ষক পেদ্রো। চোট কাটিয়ে ফেরার পর চার ম্যাচে জালের দেখা পাওয়া নেইমারের এটি দেশের হয়ে ৬৮তম গোল।