অনলাইন ডেস্ক, ১৮ জুন।। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানভি কাপুরের কয়েকটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, পড়ন্ত বিকেলে কখনও সমুদ্র সৈকতে জলের মধ্যে দাঁড়িয়ে, আবার কখনও সমুদ্রের পাশে থাকা পাথরের ওপর বসে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন জানভি।
তবে জানভির শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি ছবি নজর কেড়েছে নেটিজেনদের।
আর কাড়বেই বা না কেনো? কেননা ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, কোনো এক পুরুষের হাত ধরে সমুদ্রের দিকে দৌঁড়ে যাচ্ছেন তিনি।কিন্তু কে এই রহস্যময় পুরুষ এখন এমনটাই প্রশ্ন জানভি ভক্তদের মুখে মুখে।
তবে অনেকেই বলছেন ছবিতে থাকা এই পুরুষ ঈশান খাত্তার। আবার অনেকেই বলছেন, জানভির এই বন্ধুটির নাম অরহান আওতারমণি। এর আগেও তাদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে।
জানভি ছাড়াও সারা আলি খান, নভ্যা নাভেলি নন্দার বন্ধু হন অরহান। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি জানভি।