অনলাইন ডেস্ক, ১৮ জুন।। জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা চলতি বছরের উইম্বলডন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে টোকিও অলিম্পিকে খেলার ইচ্ছা আছে তার। চারবারের এই গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন জানিয়েছেন, এই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান।
ওসাকা এর আগে গত মে মাসে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন। ২৩ বছর বয়সী ওসাকা ওই সময় বলেন, হতাশা আর অস্থিরতায় ভোগার কারণে টেনিস থেকে তিনি বিরতি নিতে চান। বিশ্বের দুই নম্বর এই খেলোয়াড় বলেছেন, ঘরের মাঠে অলিম্পিকে খেলতে আমি মুখিয়ে আছি।
রোলা গারোতে সংবাদ সম্মেলনে না গিয়ে সমালোচনার মুখে পড়েন ওসাকা। ১৫ হাজার ডলার জরিমানা দিতে হয় তাকে। পরে বাদ পড়ার পরিস্থিতি সৃষ্টি হলে নিজেকে সরিয়ে নেন তিনি। উইম্বলডন টুর্নামেন্টের পরিচালক জেমি বেকার বুধবার বলেছেন, ওসাকার সঙ্গে ফোন কথা হয়েছে তার। যেকোনো সমস্যার বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।