স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৯ জুন।। গোপন খবরের ভিত্তিতে শান্তিরবাজার কাঠের স মিল থেকে অবৈধ সেগুন গাছের লগ উদ্ধার করলো বগাফা বন দপ্তরের কর্মীরা। শান্তিরবাজার মহকুমায় একটি মাত্র কাঠের স মিল রয়েছে। সুর পাড়া এলাকায় দেবনাথ স মিল নামে এই মিলটি রয়েছে। সুত্রের খবর অনুযায়ী এই স মিলে প্রতিনিয়ত অবৈধ গাছ এনে কাঠ তৈরীকরাহয় বলে অভিযোগ উঠেআসছে।
পূর্বেও এই অভিযোগের ভিত্তিতে বনদস্যদের আটক করার প্রয়াস চালিয়ে গিয়েছিলো বনদপ্তরের কর্মীরা। অবশেষে শুক্রবার গোপন খবরের ভিত্তিতে কাঠের স মিলে হানা দিয়ে অবৈধ সেগুন গাছের লক বাজেয়াপ্ত করলো বনদপ্তরের কর্মীরা। বগাফা বন আধিকারিক জয়নাল্য আচার্য্য এবং বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকারের নেতৃত্ব বিশেষ অভিযান চালানোহয়।
এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সম্পূর্ন তথ্য তুল ধরেন বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকার। তিনি জানান আগামী দিনেও উনাদের এইধরনের অভিযান জারি থাকবে। সুত্রের খবর অনুযায়ী স মিলে এই ধরনের অবৈধ কাজ করার পিছনে শান্তির বাজারের বড় মাপের কয়েকজন লোক রয়েছে। এদের মদতে স মিলে রমরমা অবৈধ কাজ চলে আসছে বলে অভিযোগ।