অনলাইন ডেস্ক, ১৮ জুন।। চেলসি থেকে গত মৌসুমে ধারে এসি মিলানে যোগ দিয়েছিলেন ফিকায়ো টোমোরি। সফল এক মৌসুম শেষে ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সান সিরোতে স্থায়ী হলেন এই ইংলিশ সেন্টার-ব্যাক।
গত জানুয়ারিতে স্টামফোর্ড ব্রিজ থেকে ধারে মিলানে যান টোমোরি। চুক্তিতে বিকল্প হিসেবে তাকে স্থায়ীভাবে সান সিরোতে রাখার বিষয়টিও ছিল। সিরি’আ লিগে গত মৌসুমটা সফলভাবে কাটানোর পর মিলানও রাজি হয়েছে তাকে স্থায়ী করার।
টোমোরি রোজোনেরিদের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন। এই ২৩ বছর বছর বয়সী ডিফেন্ডার গত মৌসুমে মিলানের জার্সিতে ২২ ম্যাচ খেলে করেছেন এক গোল। টোমোরি বেড়ে উঠেছেন চেলসি একাডেমিতে। ২০১৬ সালে ব্লুজদের মূল দলে অভিষেক হয় তার। তবে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কোচ হয়ে স্টামফোর্ডে আসার পর নিজের জায়গা অনিশ্চিত হয়ে পড়ে তার।