অনলাইন ডেস্ক, ১৮ জুন।। ডেয়ারডেভিল মোটরসাইকেল রাইডার অ্যালেক্স হারভিল বৃহস্পতিবার মারা গেছেন। ২৮ বছর বয়সী এই তরুণ গিনেস ওয়ার্ল্ডে নাম লেখানোর আশায় নতুন রাইডের প্রস্তুতি নিচ্ছিলেন। ওয়াশিংটনের স্থানীয় কর্মকর্তারা অ্যালেক্সের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ‘অ্যালেক্সের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।
অ্যালেক্স হারভিল ওয়াশিংটনে বসবাস করেন। মোসেস লেক এয়ারশো জানিয়েছে, তিনি ৩৫০ ফুট জাম্পের রেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রান্ট কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তার অনুশীলনরত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানে বিমের দিকে সরাসরি তার বাইক যেতে দেখা যায়। ৩৫০ ফুট জাম্পের রেকর্ডটি অস্ট্রেলিয়ার রবি ম্যাডিসনের দখলে।
২০০৮ সালের ২৯ মার্চ তিনি এই রেকর্ড গড়েন। অ্যালেক্স ইতিমধ্যে গিনেসে একবার নাম লিখিয়েছেন। ২০১৩ সালে ২৯৭ ফুট জাম্পের রেকর্ড গড়েন তিনি। পুলিশ বলছে, ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানতে ময়নাতদন্ত করা হবে।