অনলাইন ডেস্ক, ১৭ জুন।। কীসের ভিত্তিতে, কীভাবে গ্রেড অথবা নম্বর দেওয়া হবে সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের? ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের এই কৌতূহলের অবসান হল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মূল্যায়ন প্রক্রিয়া জমা দিল সিবিএসই বোর্ড।
শীর্ষ আদালতে সিবিএসই বোর্ড জানিয়েছে, তিরিশ শতাংশ ধরা হবে দশম শ্রেণির, একাদশ শ্রেণির নম্বর ধরা হবে ৩০ শতাংশ, আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির-এই পারফরম্যান্সের ভিত্তিতেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন করা হবে।
এদিন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল শীর্ষ আদালতে জানিয়েছেন, পরীক্ষার ফল ঘোষণা করা হবে ৩১ জুলাইয়ের মধ্যেই। যে সমস্ত পড়ুয়ারা সেই নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসতে পারবেন।
কীসের ভিত্তিতে নম্বর অথবা গ্রেড দেওয়া হবে, তা নিয়ে যথেষ্ট কৌতূহলের মধ্যে ছিলেন ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শীর্ষ আদালতে সিবিএসই বোর্ড জানিয়েছে, তিরিশ শতাংশ ধরা হরে দশম শ্রেণির, একাদশ শ্রেণির নম্বর ধরা হবে ৩০ শতাংশ, আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির-এই পারফরম্যান্সের ভিত্তিতেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন করা হবে।
দশম ও একাদশ শ্রেণীর জন্য, ৫টি পেপারের মধ্যে সেরা ৩টির নম্বর বিবেচনা করা হবে।
দ্বাদশ শ্রেণির জন্য ইউনিট, টার্ম ও প্র্যাক্টিকালের প্রাপ্ত নম্বর বিবেচনায় নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল শীর্ষ আদালতে জানিয়েছেন, পরীক্ষার ফল ঘোষণা করা হবে ৩১ জুলাইয়ের মধ্যেই। যে সমস্ত পড়ুয়ারা মূল্যায়ন পদ্ধতিতে দেওয়া নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসতে পারবেন।