স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জুন।। রাজ্যে করোনা-প্রকোপের মধ্যে ডাক্তার নিয়োগে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ টিপিএসসি বাছাই পর্ব উত্তীর্ণ ১৫৬ জন ডাক্তারের তালিকা প্রকাশ করেছে৷ তবে, তফশিলি জনজাতি শ্রেণিভুক্ত আটটি পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া যায়নি৷
ওই পদ খালি রয়েছে৷ মূলত, ১৬৪ জন ডাক্তার নিয়োগে প্রক্রিয়া শুরু হয়েছিল৷ টিপিএসসি ৪৯২ জনের প্রাথমিক তালিকা তৈরি করে তাঁদের ইন্টারভিউ- এর জন্য প্রস্তুতি নিয়েছিল৷
৩১ মে থেকে তাঁদের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এখানে উল্লেখ করা যায়, করোনা মোকাবিলায় ৭ মে জরুরি ভিত্তিতে ডাক্তার নিয়োগে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল৷ টিপিএসসির মাধ্যমে ১৬৪ জন চিকিৎসক নিয়োগ করা হবে৷
ওই নিয়োগের পরীক্ষায় ১০০ নম্বর এপিআই এবং ১৫ নম্বর ইন্টারভিউএর জন্য বরাদ্দ ছিল৷ করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিতদের ১০ নম্বর ইনসেনটিভ দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, তাঁদের মধ্যে বাছাই পর্বে উত্তীর্ণ ১৫৬ জন ডাক্তারের তালিকা প্রকাশ করেছে টিপিএসসি৷ তাতে, তফশিলি জনজাতি (এসটি) ৯৪ জন, তফশিলি জাতি (এসসি) ৩১ জন এবং সাধারণ শ্রেণিভুক্ত ৩১ জন স্থান পেয়েছেন৷