স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ১৯ জুন।। অল ত্রিপুরা বোল্ডার এন্ড স্টোন চিপস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার দেড় সহস্রাধিক শ্রমিকের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্যঃ উত্তর জেলার চুরাইবাড়ি এলাকায় প্রায় তিন দশক ধরে হাতে ভাঙ্গা বিভিন্ন পাথর কোয়ারী রয়েছে। সেগুলোতে কর্মরত তৎকালীন সময়ে প্রায় কুড়ি হাজার শ্রমিক ছিল।
বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে তালমিলিয়ে হাতে ভাঙ্গা কোয়ারী না থাকলেও প্রায় শতাধিক ক্রেসার মেশিন বসানো হয় এলাকায়। তাতে পাঁচ হাজারেরও অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে বিভিন্ন কাজের জন্য। বর্তমান করোনা কালীন সময়ে ক্রেসার মেশিন বন্ধ থাকার ফলে শ্রমিকরা অস্থায়ীভাবে কর্মহীন হয়ে পড়েন।রাজ্য সরকার তাদের বিভিন্ন প্যাকেজ ঘোষণা করলেও তা জীবিকার রক্ষার ক্ষেত্রে যথেষ্ট নয়।
তাই সব ক্রেসার মালিক গোষ্ঠীরা বোল্ডার এসোসিয়েশনের উদ্যোগে দেড় সহস্রাধিক শ্রমিকের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। আজকের এই ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোল্ডার এন্ড স্টোন চিপস মার্চেন্ট এসোসিয়েশনের রাজ্য সভাপতি দীপক কর, সহ-সভাপতি তথা উত্তর জেলার সহকারি সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ প্রমূখ নেতৃত্বরা।
আগামী দিনেও তারা আরো শ্রমিকদের হাতে খাদ্য তুলে দেবেন বলে জানান সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ। পার বোল্ডার এন্ড স্টোন চিপস মার্চেন্ট এসোসিয়েশনের এই মহৎ উদ্যোগে চুরাইবাড়ি এলাকার খেটে খাওয়া শ্রমিকদের মুখে খানিকটা হলেও হাসি ফুটেছে।