স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৯ জুন।। চিকিৎসকদের উপর আক্রমনের প্রতিবাদে শান্তিরবাজার জেলা হাসপাতালে এক প্রতিবাদ কর্মসূচী পালন করলো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। শুক্রবার শান্তিরবাজার জেলা হাসাপাতালে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশান এর উদ্দ্যোগে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এক প্রতিবাদ কর্মসূচী পালন করে।
সারা ভারতবর্ষে প্রতিনিয়ত কোথাও না কোথাও চিকিৎসকদের উপর আক্রমন করাহচ্ছে। করোনা ভাইরাসের মহামারির মধ্যে রাজ্যের সর্বত্র সরকারি হাসাপাতলে কর্তব্যরত চিকিৎসকরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করেযাচ্ছেন। দিবা রাত্র পরিষেবা প্রদান করেযাচ্ছে চিকিৎসকরা। কিন্তু দেখাযাচ্ছে কিছু সংখ্যক দুস্কৃতিকারী অন্যায়ভাবে চিকিৎসকের উপর হাত উঠাচ্ছে।
এরই প্রতিবাদে আজ শান্তির বাজার জেলা হাসাপাতালে কর্তব্যর চিকিৎসকরা কালো ব্যাচ ধারনকরে প্রতিবাদ কর্মসূচী পালন করলো। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন জেলা হাসাপাতলের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু দাস। তিনি জানান বর্তমানে যে ভাবে ডাক্তাএরের উপর আক্রমন করাহচ্ছে এতেকরে ভবিষ্যৎ প্রজন্মের লোকজনেরা সরাকারি হাসপাতালে চাকুরি করতে চাইবেননা।
যে সকল বেসরকারি হাসাপাতালে নিরাপত্তা পাবে সেই সকল হাসাপাতালে চাকুরি করবেন বলে জানান চিকিৎসক শান্তুনু দাস। তাই সকলকে আজকের এই প্রতিবাদ কর্মসূচীতে সামিল হয়ে চিকিৎসকদের পাশে দারনোর জন্য বিশেষ আহব্বান জানানোহয়। যাতে করে আগামীদিনে চিকিৎসা পরিষেবা সঠিক ভাবে থাকে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা।