অনলাইন ডেস্ক, ১৮ জুন।। নিজেদের লুক নিয়ে নিরীক্ষা করতে ভালো লাগে তারকাদের। তাইতো প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় তাদের নতুন নতুন সব লুক। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন লুকে হাজির হয়েছেন অর্জুন রামপাল।
যা দেখার পর রীতিমতো হৈচৈ শুরু হয়ে গেছে বলিউডের এই অভিনেতাকে নিয়ে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন লুকের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অর্জুন রামপাল। যেখানে সাদা চুলে নতুন অর্জুনকে দেখা গেছে।
নিজের পাশাপাশি যে তার এই লুক তৈরি করে দিয়েছেন সেই সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের সঙ্গে তোলা ছবিও শেয়ার করেছেন অর্জুন।
জানা গেছে- নিজের পরবর্তী ছবি ‘ধাকাড়’র জন্য এই নতুন লুক তৈরি করেছেন তিনি। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে কঙ্গনা রনৌতকে।