স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জুন।। বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের তরফ থেকে তিন দফা দাবী রাজ্য সরকারের কাছে রাখা হয়েছে৷ জমিয়তের পক্ষ থেকে বলা হয়েছে যোগেন্দ্রনগরের বাসিন্দা হাবিব মিঞাকে সন্দেহভাজন হিসেবে ব্যাঙ্গালুরুতে আটক করেছিল এন্টি টেরোরিজম স্কোয়াড৷ ১৭/৩/২০১৭ তারিখে গ্রেপ্তার করে৷ তারপর বিচারপ্রক্রিয়ায় তাকে জেলে রাখা হয়৷ চার বছর ২ মাস ২৮ দিন পর তাকে মুক্তি দেওয়া হয়৷
এদিকে উলেমায়ে হিন্দের তরফ থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করা হয় এবং তাকে আগরতলায় ফেরত আনার উদ্যোগ গ্রহণ করা হয়৷ হাবিব মিঞা বর্তমানে বাড়িতে রয়েছে৷ এই সময়ের মধ্যে তিনি তার বাবাকে হারিয়েছেন৷
কর্মসংস্থানের পথ সঙ্কুচিত হয়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে জমিয়তের তরফ থেকে রাজ্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে যাতে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷
তাছাড়া ভবিষ্যতে যাতে হাবিব মিঞার মতো কাউকে হয়রানি না করা হয় এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হয় সেই দাবী করেছে জমিয়ত উলেমায়ে হিন্দ৷