অনলাইন ডেস্ক, ২৭ জুন।। তুরস্ককে হারিয়ে এবারের ইউরো কাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল ওয়েলস। দলটির সবচেয়ে বড় তারকা গ্যারেথ বেল অবশ্য স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। তবে এর আগে-পরে সতীর্থের গোলে অবদান রেখে জয়ের অন্যতম নায়ক তিনিই। ‘স্টার অব দ্য ম্যাচ’ অর্থাৎ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি।
বুধবার আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ওয়েলস। অ্যারন র্যামজির গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান কনর রবার্টস।
৪২ মিনিটের মাথায় বেলের পাস থেকে গোল করে ওয়েলসকে ১-০ এগিয়ে দেন অ্যারন ব়্যামজি। এক গোলে এগিয়ে থাকেই বিরতিতে যায় ওয়েলস। ৬০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যাওয়ায় ওয়েলসের সামনে সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে নেওয়ার। তবে স্পট কিক থেকে নেওয়া শটটি ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মারেন বেল।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল পায় ওয়েলস। বেলের পাস থেকেই গোল করেন রবার্টস।
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছিল ওয়েলস।
দুই ম্যাচে ৪ পয়েন্ট হলো তাদের। অন্যদিকে তুরস্ক হারল দুই ম্যাচেই। আসরের উদ্বোধনী ম্যাচে ইতালির কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।
রবিবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইতালির মুখোমুখি হবে ওয়েলস। একই দিনে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে তুরস্ক।