স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১৭ জুন।। সাতচাঁদ আর.ডি ব্লকের অন্তর্গত বেতাগা এডিসি ভিলেজের অফিসে তালা ঝুলালো তিপ্রা মথার কর্মী- সমর্থকরা। বুধবার সাতচাঁদ আর.ডি ব্লকের বিএসি চেয়ারম্যান খলাধন ত্রিপুরা ব্লকের অন্তর্গত ১৫ টি ভিলেজ কাউন্সিলের জন্য মনিটরিং কমিটিকে অনুমোদন দেন।ব্লকের বিএসি চেয়ারম্যানের অনুমোদিত এই কমিটি গুলি সম্পূর্ণ বেআইনি ও অগণতান্ত্রিক পদ্ধতিতে করা হয়েছে বলে দাবি করে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকরা।
যেহেতু ভিলেজগুলি সাতচাঁদ ব্লকের অন্তর্গত সেহেতু ব্লকের বিডিওর স্বাক্ষর অনুমোদিত মনিটরিং কমিটির তালিকায় না থাকায় তারা এই মনিটরিং কমিটিকে মানেন না বলে জানায়। এই ব্যাপারে বেতাগা এডিসি ভিলেজের তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা ভিলেজ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।বেলা আনুমানিক ১১ টা নাগাদ বেতাগা ভিলেজ কাউন্সিলের অফিসে ওই এলাকারই বিজেপি নেতা সজল ত্রিপুরা দক্ষিন জেলা জনজাতি মোর্চার সদস্য ভিলেজের অফিসে গিয়ে বেনিফিসারীর মাধ্যমে ভিলেজ এলাকার কৃষকদের জন্য যে বীজ ধান দেওয়া হবে তার তালিকার ব্যাপারে জানতে চান। আর তাতেই বিপত্তি বাঁধে বলে দাবি করেন বিজেপি নেতা সজল ত্রিপুরা।
পরবর্তীতে ত্রিপুরা মথা দলের কর্মী সমর্থকরা তাকেও ভিলেজ অফিসের ভিতরে রেখে দরজায় তালা ঝুলিয়ে দেয়। পুলিশ গিয়ে তাকে তালামুক্ত করে। তিপ্রা মথা দলের পক্ষ থেকে সুনীল ত্রিপুরা জানান, বিজেপি দলের পক্ষ থেকে বেশ কিছুদিন যাবৎ ভিলেজ কাউন্সিল গুলিতে ভিলেজের উন্নয়নমূলক কাজগুলি পরিচালনার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করছে । বিএসির চেয়ারম্যান সম্পূর্ণ অনৈতিক ও অগণতান্ত্রিক ভাবে ভিলেজ কাউন্সিল গুলির মনিটরিং কমিটির অনুমোদন দেন বলে অভিযোগ। সে কারণেই তিপ্রা মথা দলের সমর্থকরা ভিলেজ কাউন্সিল অফিসের সামনে জড়ো হন ও পরবর্তীতে ভিলেজ কাউন্সিল অফিসে তালা ঝুলিয়ে দেয় ।শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ভিলেজ কাউন্সিল অফিস তালা মুক্ত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে।