রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন সার্জিও রামোস

অনলাইন ডেস্ক, ২৭ জুন।। রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন সার্জিও রামোস। বৃহস্পতিবার নিজেদের দীর্ঘ দিনের এই অধিনায়কের জন্য বিদায়ী সংবাদ সম্মেলন আয়োজন করেছে রিয়াল।

লস ব্লাঙ্কোসদের সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে ‘আনুষ্ঠানিক বিচ্ছেদে’ যাচ্ছে দুই পক্ষ। অবশ্য বিষয়টি বেশ আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল।

২০০৫ সালে বাল্যকালের ক্লাব সেভিয়া ছেড়ে রিয়ালে পাড়ি দিয়েছিলেন রামোস। ৩৫ বছর বয়সী তারকা সেই থেকে রিয়ালের হয়ে ৫টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। ৬৭১টি ম্যাচ খেলেছেন এই সেন্ট্রাল ব্যাক, গোল করেছেন ১০১টি।

সেভিয়া থেকে রামোস রিয়ালে পাড়ি দিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডারদের মধ্যে রেকর্ড পারিশ্রমিকে। ফ্লোরেন্তিনো পেরেজ প্রথম মেয়াদে রিয়ালের সভাপতি ছিলেন তখন।

রামোস তার প্রজন্মের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে যিনি সবমিলে ২২টি ট্রফি জিতেছেন।

ইনজুরির কারণে গেল মৌসুমের শেষ দিকে মাঠে অনিয়মিত ছিলেন রামোস। অধিনায়ক হয়েও তার জায়গা হয়নি ইউরো কাপের স্পেন দলে।

দেশের হয়ে যিনি ১৮০টি ম্যাচ খেলেছেন। ২০০৮ ও ২০১২ সালে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ ট্রফি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?