স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৭ জুন।। বৃহস্পতিবার সাতসকালে খোয়াইয়ের পহরমুড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বি এস এফ ক্যাম্পের লাগোয়া বাড়িতে নেশাদ্রব্যের ঠেক । সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ও বিএসএফ উদ্ধার করেছে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার , ইয়াবা ট্যাবলেট , নগদ টাকা , বাইক ,গাড়ি, ল্যাপটপ ,মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ।
খোয়াইর এসডিপিও এবং বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। বি এস এফ ক্যাম্পের লাগোয়া বাড়িতেই গড়ে উঠেছে নেশাসামগ্রীর নিরাপদ আস্তানা । বি এস এফের নাকের ডগা দিয়েই চলে নিত্যদিনের রমরমা পাচার বাণিজ্য। বৃহস্পতিবার সাতসকালে খোয়াইয়ের পহরমুড়ায় স্হানীয় বি এস এফ ক্যাম্পের লাগোয়া বাড়িতে চলে আড়াই ঘন্টার আচমকা অভিযান। অভিযান চালিয়ে ভালো পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট , নগদ টাকা উদ্ধার করছে পুলিশ ও বি এস এফ । একই সাথে আটক করা হয় গাড়ি, মোটর বাইক, ল্যাপটপ আর মোবাইল ফোন।
ঐ বাড়ি থেকেই দুজনকে জালে তুলে থানায় নিয়ে আসে পুলিশ। নগদ অর্থ সহ নেশাসামগ্রীর মূল্য কমকরেও পাঁচ লক্ষ টাকার মতো। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এদিন সকাল ছয়টা নাগাদ খোয়াইয়ের এস ডি পি ও রাজীব সূত্রধরের নেতৃত্বে পুলিশ ও বি এস এফ অভিযান অভিযান চালায়। তল্লাশি দল ক্যাম্প সংলগ্ন অনুকুল দাসের বাড়িতে হানা দেয়। বাড়ির বিভিন্ন স্হানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় একশো ত্রিশ গ্রাম ব্রাউন সুগার , দুইশো ইয়াবা ট্যাবলেট ও একষট্টি হাজার টাকা ।
নগদ অর্থ সহ নেশাসামগ্রীর মূল্য কমকরেও পাঁচ লক্ষ টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃতরা হলো গৃহকর্তার ছেলে অপু চন্দ্র দাস (২০) ও জামাতা অপুজিৎ রায় (২৫)। জানা গেছে, পহরমুড়ার ঐ বাড়িতে গত বেশকিছু দিন ধরেই বেআইনী নেশাসামগ্রী মজুত করে রাখা হতো।প্রশ্ন উঠেছে বি এস এফ ক্যাম্পের লাগোয়া একটি বাড়িতে কিভাবে নেশাসামগ্রীর রমরমা মজুত ভান্ডার গড়ে উঠল।