অনলাইন ডেস্ক, ২৭ জুন।। রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন সার্জিও রামোস। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক শেষ হচ্ছে স্প্যানিশ ডিফেন্ডারের। সান্তিয়াগো বার্নাব্যুতে তার স্থলাভিষিক্ত হতে পারেন আরেক ক্লাব আইকন— মার্সেলো। আর তা যদি হয়, মার্সেলোই হবেন ১৯০৪ সালের পর রিয়ালের প্রথম বিদেশি অধিনায়ক।
গত ১০০ বছরের বেশি সময় ধরে স্প্যানিশ জায়ান্টদের অধিনায়কত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন স্প্যানিশরা। শেষবার, ১১৭ বছর আগে গুয়াতেমালার ফেদেরিকো রেভুয়েলতুকে দেখা গিয়েছিল মাঠে রিয়ালকে নেতৃত্ব দিতে।
রিয়াল মাদ্রিদে, তাকেই অধিনায়ক করা হয় যিনি মূল দলে দীর্ঘদিন ধরে আছেন। যার অর্থ, মার্সেলোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। ১৫ বছর ধরে সান্তিয়াগো বার্নাব্যুতে আছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
তবে করিম বেনজেমাকে অধিনায়ক হিসেবে দেখা গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। রিয়ালের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ফর্মে থাকা এই ফরাসি ফরোয়ার্ডের নামও শোনা যাচ্ছে। ২০০৯ সাল থেকে বার্নাব্যুতে আছেন তিনি। ক্লাবটিতে স্প্যানিশদের অধিনায়ক করার এই ঐতিহ্য নিয়ে আগেও সমালোচনা হয়েছিল।
হোসে মরিনহো কোচ থাকাকালীন ইকার ক্যাসিয়াসকে অধিনায়কত্ব করার প্রতি অনাগ্রহী ছিলেন। পর্তুগিজ কোচ আউটফিল্ডের কাউকে আর্মব্যান্ড পরাতে রাজি ছিলেন না। তারপরও ক্যাসিয়াস অধিনায়ক ছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক বার্নাব্যু ছাড়ার পর ২০১৫ সালে তার স্থলাভিষিক্ত হন রামোস। ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের নেতৃত্বে সফল এক অধ্যায় কাটিয়েছে রিয়াল। জিতেছে ১২ ট্রফি। তার মধ্যে ২০১৬-১৮ সালের মধ্যে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতে লস ব্লাঙ্কোসরা।