স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৭ জুন।। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে খোয়াই থানার পুলিশ। তার নাম বিকাশ পান তাঁতী। বাড়ি পূর্ব গণকি।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এখন বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে খোয়াই থানায় মামলা করেছে এক প্রতারিত যুবতী। ঘটনাটি ঘটেছে খোয়াই থানা এলাকার পূর্বগণকি গ্রামে। এ ব্যাপারে মামলা হাতে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। বুধবার রাত আনুমানিক নয়টা নাগাদ খোয়াই থানার পুলিশ আগরতলার অরুন্ধতী নগর এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত বিকাশ পান তাঁতীকে।
বৃহস্পতিবার সকালে পুলিশ থানায় নিয়ে আসে অভিযুক্ত বিকাশ পান তাঁতীকে। ঘটনার বিবরণে জানা যায়, পূর্বগণকির২১ বছরের যুবতীর সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় সিধাই থানা এলাকার মোহনপুরের তারানগর এলাকার যুবকের সাথে। ক্রমে ক্রমে প্রণয়ঘটিত সম্পর্কে আবদ্ধ হয়। এক বছর ধরে ছেলেটি মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে চলেছে।এখন সে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে।
গত ১৬ ই জুন যুবতী প্রেমিক বিকাশ পান তাতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। খোয়াই থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধি ৪১৭/৩৭৬ ধারায় মামলা গ্রহণ করে। মামলা হাতে নিয়ে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টা নাগাদ আগরতলার অরুন্ধতী নগর এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত বিকাশ পান তাঁতীকে।