পাঁকা ধানের শীষে দোল খাচ্ছে সোনালী স্বপ্ন, কৃষাণ-কৃষাণীর মনে বইছে আনন্দের বন্যা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৭ জুন।। মাঠ-ঘাট ভরে উঠেছে সোলানী ফসলে। গোটা এলাকাজুড়ে পাঁকা ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। কৃষাণ-কৃষাণীর মনে বইছে আনন্দের বন্যা। ঘরে ঘরে এখন চলছে সোনালী ফসল ঘরে তোলার কাজ। করোনার কালে বোরো ধান ঘরে তুলতে পেরে খুশি তারা।তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন বিবেকানন্দ পঞ্চায়েতের অধীন দক্ষিন পুলিনপুরের কৃষকরা এখন বাধ-ভাঙ্গা আনন্দ- উল্লাসে মেতে উঠেছে । সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা এলাকাজুড়ে ।

চলতি সপ্তাহে শুরু হয় ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফসল কাটার মহোৎসবে ব্যস্ততম সময় কাটাবেন এখানকার কৃষকরা। একদিকে কৃষকরা ধান কেটে বাড়ির আঙ্গিনায় জড়ো করবেন। অপরদিকে গরু বা মিশন দিয়ে একই সঙ্গে মাড়াইর কাজ সম্পন্ন করে নেবেন কৃষকরা। মাড়াই শেষে বাতাসে ধান উড়িয়ে বাকি কাজটুকু সম্পন্ন করে গোলায় তোলার কাজে কৃষাণীরা ব্যস্ত থাকবেন।

এলাকার এক প্রবীন কৃষকের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় সরকার কর্তৃক প্রদত্ত বীজ দিয়েই চাষাবাদ করেন। সার ও কিছু পেয়েছেন সরকারি ভাবে। তবে সরকার যেন তাদের আরও কিছু সাহায্য দিয়ে সহযোগিতা করে এই আবেদনও রাখেন এই প্রবীন কৃষক। ফসল কেটে ঘরে তোলার পর পরই আবার নতুন করে শুরু হবে চাষাবাদের কাজ। প্রকৃতি সদয় হলে ধনধান্যে ভরে উঠবে কৃষকদের ঘর। সেই প্রত্যাশাতেই দিনাতিপাত করছেন গ্রাম ত্রিপুরার কৃষকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?