চার কিশোরী ধর্ষিতা, পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি মহিলা কংগ্রেসের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জুন।। সম্প্রতি রাজধানী লাগোয়া শ্রীনগরে চারজন নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে৷ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়৷

বিক্ষোভ কর্মসূচির পর রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশে ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে ছিলেন, মহিলা কংগ্রেসের নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ৷ তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধর্ষণ খুনের মতো ঘটনা বেড়েই চলেছে৷ করোনা কারফিউর মধ্যেও এ ধরনের ঘটনা রাজ্যে অব্যাহত রয়েছে৷

পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে চারজন নাবালিকাকে ধর্ষণের জন্য নিয়ে যায় সেসব দুষৃকতিকারীরা তা নিয়ে প্রশ্ণ তুলেন তিনি৷ তিনি বলেন এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ নয়তো এই ধরনের ঘটনা রাজ্যে যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মহিলারা সম্পূর্ণভাবে নিরাপত্তাহীন৷

নয়তো আগামীদিনে মহিলা  কংগ্রেস রাজ্যে তীব্র আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷  এদিন বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের পূর্ব লোকসভা আসনের সহ-সভানেত্রী পূর্ণিতা চাকমা, পান্না দে সহ অন্যান্যরা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?