স্টাফ রিপোর্টার, রাজনগর, ১৬ জুন।। দুর্বৃত্তদের হামলা ও ভয়-ভীতি উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের অফিস গুলি খুলতে শুরু করেছে। বুধবার রাজনগর বিধানসভার রামনগরে বাইক মিছিল সংঘটিত করে সিপিআইএম।রাজনগর বিধানসভার রাধানগর অঞ্চল কমিটির উদ্যোগে দীর্ঘ ৩৯ মাস পরে এক বাইক মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক দিন আগে দুস্কৃতিকারীরা রাধানগরের ১০০ কার্ড ও পাল পাড়ায় আক্রমণ করে।
তাতে ৬ জন আহত হয়। প্রতিরোধ করলে পালিয়ে যায় দুস্কৃতিকারীরা। বুধবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার বিধায়ক সুধন দাস ওই দিনের ঘটনায় আহতদের রাধানগর দেখতে গেলে প্রায় ১০০ যুব কর্মি বিধায়ক সুধন দাসকে বাইক মিছিল করে এগিয়ে নিয়ে য়ায় আক্রন্তের বাড়িতে। রাধানগর বাজার হয়ে পাল পাড়া ১০০ কার্ড হয়ে প্রায় ১০ কিলোমিটার বাইক রেলি করা হয়।
গোটা বিধানসভা এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত হয়। বিধায়ক সুধন দাস আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন । বুধবার সকালে রাজনগর বিধানসভার রাধানগরে ৫ পরিবারের ১৪ জন বিজেপি কর্মী ত্যাগ করে সিপিএমে যোগদান করেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের বরন করে নেন পাটির রাজ্য কমিটির সদস্য বিধায়ক সুধন দাস, পার্টির নেতা সমীর দেবনাথ, ভজন দাস, বিমান দাস সহ অন্যান্য নেতৃত্ব।