স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৭ জুন।। রাজ্যের অন্যতম পূণ্যস্থান উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বিজেপির সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী বি এল সন্তোষ।বৃহস্পতিবার সকালে উদয়পুর মাতাবাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সঙ্গে ছিলেন প্রদেশ সভাপতিসহ রাজ্যের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও। বিজেপি সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী বি এল সন্তোষ , ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা , প্রদেশ বিজেপি সভাপতি মানিক সাহা , রাজ্যের কৃষি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, জেলা সভাপতি অভিষেক দেব রায় এবং বিধায়ক বিপ্লব ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মাকে দর্শন করেন এবং পুজো দেন।
মাকে দর্শন শেষে পুনরায় আগরতলায় ফিরে যান বিজেপি সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী বি এল সন্তোষ সহ অন্যান্য্ নেতৃত্বরা। বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনকে কেন্দ্র করে সকাল থেকেই উদয়পুরে অভূতপূর্ব্ব্ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
নেতৃবৃন্দ রাজ্যের জনগণের সুখ সমৃদ্ধি কামনা করে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করেন। ত্রিপুরেশ্বরী মাকে দর্শনের পর আগরতলায় ফিরে এসে তারা পুনরায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বুধবার দুদিনের রাজ্য সফরে আসেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রাজ্যে অবস্থান কালে তারা সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিধায়ক মন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন।
রাজ্যে বিজেপির সাংগঠনিক যে সমস্যা চলেছে তা খতিয়ে দেখে কেন্দ্রীয় নেতাদের কাছে রিপোর্ট পেশ করবেন তারা। তাদের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।