স্টাফ রিপোর্টার, রাজনগর, ১৬ জুন।। সীমানা সংক্রান্ত বিবাদ নিয়ে সালিশি সভাকে কেন্দ্র করে রাজনগরে শাসক ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা৷ থানায় মামলা৷ শাসক এবং বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে৷ হামলা, পাল্টা হামলায় আহত শিশু সহ ৪ জন, শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা দায়ের হয়েছে৷ ঘটনা বুধবার পশ্চিম পাহাড়ে সিদ্ধিনগরের দাসপাড়া এলাকায়৷ সীমান্ত দখলকে কেন্দ্র করে এ দিনের ঘটনা৷
অভিযোগ উত্তর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ভুবন দাসের নেতৃত্বে ও বিজেপি নেতা আনন্দ দেবনাথ, মণীন্দ্র দাস, দুই মহিলাকে শ্লীলতাহানি ও মারধর করে৷ তাদের আরো অভিযোগ জোর করে সম্পত্তি কেড়ে নিতে চাইছে বিজেপি দলের নেতারা৷ অভিযোগ ওই তিন নেতা মিলে দুই মহিলা কাননবালা দাস ও আলোরানি দাস ও তাদের দুই নাতি নাতনিকে প্রচণ্ড মারধর করে৷
প্রদীপ দাস নামে একজন মাংস বিক্রেতার দোকানও ভাঙচুর করে৷ পুলিশ মামলা নিতে অনিহা প্রকাশ করে বলে অভিযোগ৷ বিধায়ক সুধন দাস রাজনগর থানার ওসি ও বিলোনিয়ার এসডিপিওকে এই ঘটনা জানান৷ পরে পুলিশ মামলা গ্রহণ করে৷
শাসকদলের রাজনগর মণ্ডল কমিটির সভাপতি রঞ্জিত সকার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারটি সরকারি জায়গা জবরদখল করে রেখেছিল৷ শাসক দলের পঞ্চায়েত সদস্যরা জায়গাটি দখলমুক্ত করার জন্য ওই পরিবারের সাথে কথা বলতে গিয়েছিল৷
তিনি আরো জানান শাসক দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়৷ শাসক দলকে বদনাম করার জন্য বিরোধী দল মিথ্যা মামলা করেছে৷ সবমিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত গোটা পশ্চিম পাহাড় এলাকা৷