অমরপুরের বিজেপি নেতার উপর তিপ্রা মাথার সমর্থকদের হামলা, গাড়ি ভাংচুর, উত্তেজনা

স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৭ জুন।। অমরপুরের তিপ্রা মাথার অতি উৎসাহী উশৃংখল কর্মী-সমর্থকদের হামলায় বিজেপির অমরপুর মন্ডল সভাপতি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাড়া খেয়ে টিএসআর ক্যাম্পে আশ্রয় নিয়ে কোনক্রমে আত্মরক্ষা করেছেন মন্ডল সভাপতি। বৃহস্পতিবার সকালে অমরপুর উপনগরী নতুন বাজার থেকে অমরপুরে সাংগঠনিক কাজে আসার সময় তিপ্রা মথা কর্মীরা হঠাৎই আক্রমণ করে অমরপুর মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তীর গাড়ির উপর । ওই গাড়িতে ছিলেন সঞ্জয় চক্রবর্তী নিজে।

জানা যায় অমরপুর চেলাগাংমুখ এলাকা থেকে তিপ্রা মথার উগ্র কর্মী সমর্থকরা মন্ডল সভাপতির গাড়িকে পেছন থেকে ধাওয়া করে। শেষে প্রান বাঁচাতে শ্রী চক্রবর্তী অমরপুর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় গাড়িটিকে রেখে নিজের প্রান বাচাতে ছুটে যান টিএসআর ক্যাম্পের ভেতরে। পরবর্তী সময়ে গাড়িটির উপর ব্যাপক হামলা চালায়। ইট পাটকেলে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্হলে ছুটে যান যুব মোর্চার সভাপতি লিটন সাহা সহ অন্যান্য কার্যকর্তারা। এদিকে সাংবাদিকদের বলতে গিয়ে মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী বলেন, হামলা করে বিজেপির উন্নয়ন রুখা যাবে না।

রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন ভিলেজ কাউন্সিল যেভাবে জোর করে দখল করছে তিপ্রা মথা তাদের আগামী দিনে গনতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবে এই রাজ্যের মানুষ। এই ঘটনায় বর্তমানে গোটা মহকুমা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ফের যেকোনো সময় এলাকায় অশান্তি কায়েম হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। পুলিশ ও তিয়াসার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?