পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল বলেছেন আলু বহনকারী একটি ট্রাক থেকে নিষিদ্ধ নেশাজাতীয় জিনিসপত্র আটক করা হয়েছে। মাধব বাড়ির আন্তঃরাষ্ট্রীয় ট্রাক টার্মিনাসে পার্ক করা হয়েছিল ট্রাকটি। চালককেও গ্রেপ্তার করা হয়েছে। রাণির বাজার থানার অফিসার ইনচার্জ সৌমেন দাস জানান, ট্রাকটি পশ্চিমবঙ্গ থেকে আগরতলায় আসছিল।
ট্রাকটি আলু বহন করছিল। সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ট্রাক থেকে ৫১,০০০ এস্কাফ কফ সিরাপ আটক করা হয়েছে এবং ট্রাকের চালক পশ্চিমবঙ্গের বাসিন্দা বিশাল শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে।