মাধববাড়িতে ট্রাক টার্মিনাসে ট্রাক থেকে ৫১,০০০ বোতল এস্কাফ নেশার সিরাপ উদ্ধার, ধৃত এক

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৭ জুন।। পুলিশ বুধবার রাতে পশ্চিম ত্রিপুরা জেলার মাধববাড়িতে আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে পার্ক করা একটি ট্রাক থেকে ৫১,০০০ বোতল এস্কাফ নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে।অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভা পাল, মহকুমা পুলিশ অফিসার সুমন মজুমদার ও রাণির বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস।

পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল বলেছেন আলু বহনকারী একটি ট্রাক থেকে নিষিদ্ধ নেশাজাতীয় জিনিসপত্র আটক করা হয়েছে। মাধব বাড়ির আন্তঃরাষ্ট্রীয় ট্রাক টার্মিনাসে পার্ক করা হয়েছিল ট্রাকটি। চালককেও গ্রেপ্তার করা হয়েছে। রাণির বাজার থানার অফিসার ইনচার্জ সৌমেন দাস জানান, ট্রাকটি পশ্চিমবঙ্গ থেকে আগরতলায় আসছিল।

ট্রাকটি আলু বহন করছিল। সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ট্রাক থেকে ৫১,০০০ এস্কাফ কফ সিরাপ আটক করা হয়েছে এবং ট্রাকের চালক পশ্চিমবঙ্গের বাসিন্দা বিশাল শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?