বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ লাখ ৪৯ হাজার মানুষ

অনলাইন ডেস্ক, ২৭ জুন।। বিশ্বে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৪৪। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ লাখ ৪৯ হাজার মানুষ।

এ ছাড়া সুস্থ হয়েছে ১৬ কোটি ৩২ লাখ ২৮ হাজার ২৬৪ জন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির এ সব তথ্য জানিয়েছে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ রোগীর শরীরে। আর মারা গেছে ৬ লাখ ১৬ হাজার ১৫০ জন।

আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখ ৩১৩ জন এবং মারা গেছে ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৮৩৭ জনের।

আক্রান্তের হিসেবে চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৪৭ হাজার ৬৪৭ জন ও মারা গেছে ১ লাখ ১০ হাজার ৫৭৮ মানুষ।

এরপর থাকা তুরস্কে আক্রান্ত হয়েছে ৫৩ লাখ ৪৮ হাজার ২৪৯ জন ও মারা গেছে ৪৮ হাজার ৯৫০ জন। আক্রান্ত তুলনামূলক বেশি হলেও দেশটি মৃত্যুর দিক থেকে ২০তম অবস্থানে রয়েছে।

তালিকায় থাকা এরপরের পাঁচটি দেশ হলো রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া। এ দিকে করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৮২ জনের।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?