স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৫ জুন।। পথদুর্ঘটনা যেনো পিছু ছাড়ছে না তেলিয়ামুড়া মহুকুমার বিভিন্ন রাস্তায়। প্রতিদিনই কোথাও-না- কোথাও দুর্ঘটনার কবলে পড়ে কোন কোন সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটে চলছে প্রতিনিয়ত। আর এই সমস্ত দুর্ঘটনা এড়াতে কোন ধরনের ভূমিকাই পালন করছে না তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর এবং পুলিশ বাবুরা। ফের এক পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত দুই যুবক।
ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজার এর খোয়াই তেলিয়ামুড়া সড়কে। জানা যায় বাইসাইকেল দিয়ে মোহর ছড়া বাজার থেকে আসার সময় একটি গাড়ি এই দুই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুজনের রক্তাক্ত অবস্থা পরিলক্ষিত করে এলাকাবাসী তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের খবর দিলে দমকল বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুই যুবককে তেলিয়ামুড়া মহকুমা হসপিটালএ নিয়ে আসে।
দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। তাদের উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে জিবিতে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসক। খবর লেখা পর্যন্ত অভিশপ্ত গাড়িটিকে আটক করতে পারেনি তেলিয়ামুড়া থানার পুলিশ।