মুক্তির বিশ বছর পূর্ণ করল আমির খান অভিনীত ও প্রযোজিত স্পোর্টস ড্রামা ফিল্ম ‘লগান’

অনলাইন ডেস্ক, ১৬ জুন।। মুক্তির বিশ বছর পূর্ণ করলো আমির খান অভিনীত ও প্রযোজিত স্পোর্টস ড্রামা ফিল্ম ‘লগান’। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এ ছবির অন্যতম ভিলেন ছিলেন যশপাল শর্মা। লাখার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সম্প্রতি যশপাল জানালেন, ন্যূনতম অথবা কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি আমির খানের এ ছবির অংশ হতে তৈরি ছিলেন।

এক সাক্ষাৎকারে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার যশপাল বলেন, পরিচালক আশুতোষ গোয়ারিকারের সামনে অডিশন দেন ও নির্বাচিত হন। তারপর পারিশ্রমিক নিয়ে আলোচনার জন্য ‘লগান’-এর প্রযোজক ও আমিরের তৎকালীন স্ত্রী রিনা দত্তের সঙ্গে দেখা করতে বলা হয়েছিল।

“আমি ভেবেছিলাম যে এটি একটি বড় প্রযোজনা হিসেবে আমি ১ লাখ রুপি পারিশ্রমিকের দাবি রাখব। তারপর ভেবেছিলাম তারা যদি তা অস্বীকার করে এবং অন্য কোনো সঙ্গে চুক্তি করে! আমি মনে মনে ৮০ হাজারে নেমে এসেছিলাম। তারপর ভাবলাম আমি ৫০ হাজারে লক করব। এর কারণ আমার হাতে কোনো কাজ না থাকায়, জানতাম যে ২০ হাজার টাকাতেও রাজি হয়ে যাবো। ”

“অবশেষে, যখন আমি রিনা দত্তের সঙ্গে দেখা করি, তিনি আমাকে বলেছিলেন যে তাদের বাজেট সীমিত তাই তারা প্রত্যেক অভিনেতাকে দেড় লাখ রুপি পারিশ্রমিক হিসেবে দিচ্ছেন। আমি কিছু না ভেবেই ২ লাখ টাকা চেয়ে বসি, এবং তিনি রাজিও হয়ে যান। আমি অবাক হয়েছিলাম এবং একই সঙ্গে খুশিও হই যে আমার প্রত্যাশার চেয়ে দ্বিগুণ আমি পেয়েছিলাম ”, যশপাল বলেন।

এটাও বলেন, আমিরের প্রযোজনা সংস্থার অফিস থেকে যখন তিনি প্রথমবার ফোন পেয়েছিলেন, তখন ভেবেছিলেন যে তার সঙ্গে মজা করা হচ্ছে।

“লগান’-এর কাস্টিং হয়ে গিয়েছিল। একেবারে শেষ সময়ে আমির খান প্রোডাকশনের কাছ থেকে আমি ফোন পেয়েছিলাম। আমি ভেবেছিলাম কেউ প্র্যাঙ্ক করছে। আমি জানতে পারি আশুতোষ গোয়ারিকর আমাকে দেখতে চাইছেন। ”

তিনি আরও বলেন “আমি কখনই ভুলব না কারণ আপনি এমন কোনো পরিচালক খুঁজে পাবেন না যিনি গল্পটি ওর ভেতরে এত গভীরভাবে গেঁথে দিয়েছিলেন, যে ও স্ক্রিপ্টও দেখেননি। ”

‘লগান’ মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি যশপালকে। বলিউডের বহু প্রথম সারির অভিনেতার সঙ্গে একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?