ধর্ষিতা চার কিশোরীর পরিবারের সাথে কথা বলল চাইল্ড রাইট কমিশনের প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুন।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন শ্রীনগর থানা এলাকা থেকে ৪ নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। চাইল্ড রাইট কমিশনের চেয়ারপার্সন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন এবং পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন।মঙ্গলবার চাইল্ড কমিশনের চেয়ারপার্সন নেতৃত্বে প্রতিনিধি দলটি শ্রীনগর থানার অন্তর্গত ভদ্রচন্দ পাড়ায় নাবালিকার বাড়িতে যান।

শিশু কমিশন এর চেয়ারপারসন নিলিমা ঘোষ ঘটনা সম্পর্কে পরিবারের লোকজন এবং ধর্ষিতা নাবালিকাদের কাছ থেকে বিস্তারিত ভাবে অবহিত হন। কমিশনের অন্যান্য সদস্যরাও নাবালিকা পরিবারের লোকজন ও নাবালিকা সাথে কথা বলেন। অভিযুক্ত 8 জন যুবকের কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি নাবালিকার পরিবারের লোকজন অভিযুক্তদের ফাঁসির দাবি করেন।ঘটনা বিররনে জানা যায়, রানীবাজার থানার অন্তগত বদমান ঠাকুর পাড়া রাবার বাগানে ৪নাবালিকাকে গণধর্ষণ করে আট জন যুবক।

তাদের সোমবার আদালতে তোলা হলে আদালত থেকে ১৫দিনের জেল হাজোতে পাঠানো হয়। শিশু কমিশনের চেয়ারপার্সন সহ অন্যান্য সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিবারের লোকজনদের আশ্বস্ত করেছেন।৪ নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ধরনের ঘটনাকে জনজাতি অংশের মধ্যেও সামাজিক অবক্ষয়ের বড় নজির বলে আখ্যায়িত করেছেন অনেকেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?