অনলাইন ডেস্ক, ১৬ জুন।। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী, বিলোনিয়ার ম্যাকেঞ্জি স্কট বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য আরও ২৭০ কোটি ডলার অনুদান দিয়েছেন।
স্কট এক ব্লগ পোস্টে জানান, ঐতিহাসিকভাবে উপেক্ষিত ও অর্থহীনদের এই অর্থ দিতে চান জানান তিনি। জাতিগত বৈষম্য নিরসন, সংস্কৃতি ও শিক্ষার জন্য কাজ করে এমন ২৮৬টি সংস্থাকে তিনি বেছে নিয়েছেন এই অনুদান দেওয়ার জন্য।
স্কট পৃথিবীর সবচেয়ে ধনী মহিলাদের একজন। তার ভাগ্যের চাকা ঘুরে যায় ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর। চুক্তির অংশ হিসেবে আমাজনের শেয়ারের ৪ শতাংশ পান তিনি। ১৯৯৪ সালে বেজোসের সঙ্গে টেক জায়ান্ট আমাজন শুরু করতে সহায়তা করেন স্কট।
গত বছর ১৭০ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এর চার মাসেই ডিসেম্বরে নারীদের নেতৃত্বাধীন দাতব্য সংস্থায়, ফুড ব্যাংক ও কৃষ্ণাঙ্গদের শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২০ কোটি ডলার অনুদান দেন স্কট।
এত বিপুল পরিমাণ অঙ্কের অর্থ অনুদান দেওয়ার পরও স্কট বিশ্বের ২২তম ধনী। ফোর্বসের মতে, তার সম্পদের পরিমাণ ৫ লাখ কোটি টাকা।