অনলাইন ডেস্ক, ১৬ জুন।। চলতি ইউরো কাপে প্রথম জয়ের দেখা পেল রাশিয়া। বেলজিয়ামের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটি হারাল ফিনল্যান্ডকে। যদিও বেশ ঘাম ঝড়াতে হয়েছে এ জন্য। বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় তুলে নেয় স্বাগতিকেরা। একমাত্র গোলটি করেন আলেকজাই মিরানচুক। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেন তিনি।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছিল ফিনল্যান্ড। যে ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসন মাঠে মুখ থুবড়ে পড়ে যান এবং হাসপাতালে নিতে হয় তাকে। আর রাশিয়া ৩-০ গোলে হেরেছিল বেলজিয়ামের কাছে। এ দিন ম্যাচ শুরুর আগে ফিনল্যান্ডের সব খেলোয়াড়ের টি-শার্টে লেখা ছিল ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো ক্রিশ্চিয়ান’। ম্যাচের প্রথম থেকেই দাপট দেখিয়েছে রাশিয়া।
কিন্তু গোলমুখ খুলতে পারছিল না। প্রথমার্ধের খেলার শেষ বাঁশি বাজার আগে দলে স্বস্তি ফেরান আলেকজাই মিরানচুক। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় ফিনল্যান্ড। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। একটি করে জয়ে গ্রুপের তিন দলের পয়েন্ট সমান ৩ করে।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বেলজিয়াম, দুইয়ে রাশিয়া, তিনে ফিনল্যান্ড। পয়েন্ট শূন্য ডেনমার্ক আছে চারে। সোমবার নিজেদের পরের ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে রাশিয়া। একই দিন বেলজিয়ামের মুখোমুখি হবে ফিনল্যান্ড।