বোতল দুটি সরিয়ে দিলেন রোনালদো, মুহূর্তেই চার বিলিয়ন মূল্য হারায় কোকাকোলা

অনলাইন ডেস্ক, ১৬ জুন।। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো চ্যাম্পিয়নশিপ অভিযানের শুরুতেই জন্ম দিয়েছেন চমকের। ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের অধিনায়ক রোনালদো কোক নয় জল পানের আহ্বান জানান সংবাদ সম্মেলনে। আর এরপরই পতন হয়েছে কোকা কোলার শেয়ারে।

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার রাতে ইউরো চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের।

বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামের সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে এ অদ্ভুত কাণ্ড ঘটান ক্রিস্টিয়ানো রোনালদো।

কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে জুভেন্টাস ফরোয়ার্ড মঞ্চে গিয়ে দেখেন, টেবিলের ওপর দুটি কোকা কোলার বোতল রাখা। পাশে একটি জলের বোতল। এই দেখে রোনালদো কোকা কোলার বোতল দুটি সরিয়ে ফেলেন। আর হাতে জলের বোতলটি ধরে রোনালদো বলেন, ‘জল খান!

কোক ইউরো ২০২০ এর স্পন্সর। রোনালদোর প্রেস কনফারেন্সের পর ইউরোপে শেয়ারবাজার খোলে স্থানীয় সময় বেলা ৩টায়। তখন কোকের শেয়ার ছিল ৫৬ দশমিক ১০ ডলার। পরে এক দশমিক ছয় শতাংশ দাম কমে শেয়ারপ্রতি ৫৫ দশমিক ২২ ডলার হয়।

এর ফলে কোকা কোলার মূল্য ২৪২ বিলিয়ন থেকে ২৩৮ বিলিয়ন ডলারে নেমে যায়। অর্থাৎ চার বিলিয়ন মূল্য হারায় কোকাকোলা।

সংবাদ সম্মেলনের এসে সিআর সেভেনের এমন কাণ্ডের ভিডিওটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। ফিটনেস নিয়ে নিজে সচেতন রোনালদো। কোকা কোলার বোতল দুটি সরিয়ে ফিটনেস সচেতনতার বার্তায় যেন দিতে চেয়েছিলেন তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?