স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জুন।।করোণা পরিস্থিতিতে রুটি-রোজগারহীন রিস্কা চালকদের পাশে দাঁড়ালো পিপলস রিলিফ ভলেন্টিয়াররা। খয়েরপুরে বুধবার রিস্কা চালকদের হাতে তুলে দেওয়া হয়।পিপলস রিলিফ ভলেন্টিয়ারের উদ্যোগে খয়েরপুর এলাকার রিক্সা শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর ,নারীনেত্রী রমা দাস, খয়ের পুর লোকাল সেক্রেটারি রঞ্জন দেব অন্যান্য নেতৃবৃন্দ। ত্রাণ সামগ্রী বন্টন কালে সাংবাদিকদের মুখোমুখি হয় প্রাক্তন বিধায়ক পবিত্র কর বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে রিকশা চালকরা। তাদের রুটিরুজি বন্ধ হয়ে পড়েছে। পরিবার প্রতিপালন করা কষ্টকর হয়ে উঠেছে। আজ জামাই ষষ্ঠী।
এই খুশির দিনে তাদের ঘরে দুঃখ-দুর্দশা। সে কারণেই আজকের দিনে রিস্কা চালাতে চাল, ডাল ,আলু, পিয়াজ, মাছ সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়েছে।আগামী দিনগুলিতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রাক্তন বিধায়ক পবিত্র কর জানিয়েছেন।