দলে ডাক পাননি মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর

অনলাইন ডেস্ক, ১৬ জুন।। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে ডাক পাননি মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

জায়গা হয়নি শার্দুল ঠাকুরেরও। তাকে ছাড়াই ভারতের ১৫ জনের স্কোয়াডে পেসার রয়েছেন পাঁচ জন- জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ। রিশাভ পান্ত ও ঋদ্ধিমান সাহা দুজনই আছেন উইকেটকিপার হিসেবে।

স্পিন আক্রমণে রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গী হয়েছেন রবীন্দ্র জাদেজা।  ১৮ জুন, শুক্রবার সাউদ্যাম্পটনের মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ভারত দল: রোহিত শর্মা, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রিশাভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?