চুড়াইবাড়ি চেকপোস্টের কর্মীদের ভূমিকায় ক্ষুব্ধ যান চালকরা অবরোধ করলেন জাতীয় সড়ক

স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ১৬ জুন।। চুড়াইবাড়ি চেকপোস্টে পরিবহন ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে যান চালকদের। ক্ষুব্দ যানবাহনের চালকরা জাতীয় সড়ক অবরোধ করে।দীর্ঘদিন যাবৎ রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি চেক পোস্টের পরিবহন ব্যবস্থায় বিভিন্ন অনৈতিক কাজকর্ম চলেছে। অবশেষে বর্তমান করোনা পরিস্থিতিতেও চুড়াইবাড়ি চেক পোস্টের অনৈতিক কাজকর্মের লাগাম টানতে চুরাইবাড়ি প্রবেশদ্বারের পরিবহন ব্যবস্থা খতিয়ে দেখতে ছুটে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসে কড়া ভাষায় উনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন চুড়াইবাড়ি চেক পোস্টের চেকিং-সহ অন্যান্য ব্যবস্থায় কোনও ঢিলেঢালা ভাব রাজ্য সরকার বরদাস্ত করবে না।

চুড়াইবাড়িতে কর্মরত যুগ্ম পরিবহণ কমিশনারের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।মুখ্যমন্ত্রীর সফরের কয়েক দিন যেতে না যেতেই আবারও চুড়াইবাড়ি চেকপোস্টের পরিবহন ব্যবস্থা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করল । বেশকিছু যানচালক চেকপোস্টের পরিবহন দপ্তরের কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে জাতীয় সড়ক অবরোধে বসে। যান চালকদের অভিযোগ প্রতিদিন পরিবহন দপ্তরের কর্মীরা তাদের মর্জি মতো নতুন নতুন আইন লাগু করছেন। এতে সমস্যায় পড়তে হচ্ছে যান চালকদের। এমনকি, কিছু কিছু চালকের অভিযোগ মোটা অংকের জরিমানার ভয় দেখিয়ে নিরীহ যান চালকদের কাছ থেকে পরিবহন কর্মীরা তাদের ইচ্ছামত আইনের ধারা বসিয়ে জরিমানা সংগ্রহ করছে।

একাংশ যান চলকের আরো অভিযোগ চুড়াইবাড়ি চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত পরিবহণ দফতরের কর্মীরা যান চালকদের সাথে দ্বিচারিতা করে চলেছেে। তাদের ইচ্ছে মত একাংশ লরি অল্প জরিমানায় ছাড়ছেন তো আবার বেশকিছু লরিকে মোটা অঙ্কের জরিমানার ভয় দেখিয়ে আটকে রেখেছেে । এতে বহু কাঁচামাল পচে নষ্ট হচ্ছে। কিন্তু এর দায়ও নিতে চাইছে না পরিবহণ দফতরের কর্মীরা । গোটা বিষয় নিয়ে চুুড়াইবাড়ি চেকপোস্ট এলাকায় উত্তেজনা দেখা দেয়। চেকপোস্টের একাংশের কর্মীদের বদান্যতার কারণে যানবাহনের চালকরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছে বলেও অভিযোগ। অবিলম্বে এ ধরনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?