স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৬ জুন।। উদয়পুরের মহারানীর বিদ্যুৎ নিগম অফিসে হামলায় গ্রেপ্তার চারজন।তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ। বিদ্যুৎ-এর যন্ত্রণা, আর অন্যদিকে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য বিদ্যুৎ দপ্তরে হামলা ভাঙচুর চালিয়ে যাচ্ছে একাংশ জনগন।এরকমই একটি ঘটনা ঘটেছে উদয়পুর মহারানী বিদ্যুৎ দপ্তরে। ঘটনাটি ঘটে গত রবিবার রাএি সোয়া আটটা নাগাদ।
দীর্ঘ দিন ধরে মহারানী এলাকা সহ বিভিন্ন এলাকার বিদ্যুৎ যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে আসছে। বহুবার এ অভিযোগ নিয়ে মহারানী বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজ না হওয়ায় রবিবার রাএিতে অফিসে হামলা হয় বলে রাধাকিশোর পুর থানায় এক লিখিত অভিযোগ করেন মহারানী বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানাজার শংকর মজুমদার।লিখিত অভিযোগে পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। মঙ্গলবার রাত্রিতে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
রাধা কিশোর পুর পুলিশ মামলা নিয়ে যে চারজনকে গ্রেপ্তার করেছে এরা হলেন মনোহরি জমাতিয়া, নরেন্দ্র জমাতিয়া, বিজয় কিশোর জমাতিয়া,এবং শংকর বিজয় জমাতিয়া।রাধাকিশোর পুর থানার ওসি রাজীব দেবনাথ জানান ,চার জনকে আদালতে তোলা হবে। সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।