অনলাইন ডেস্ক, ১৬ জুন।। পূর্ব আফগানিস্তানের নানগরহর প্রদেশে বন্দুকধারীদের গুলিতে পাঁচ টিকাদান কর্মী মারা গেছেন। তারা পোলিও টিকার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
ইউনিসেফ জানিয়েছে, মাত্র দুই ঘণ্টার মধ্যে তিনটি জায়গায় বন্দুক হামলার মুখে পড়েন কর্মীরা। তিন মাস আগেও এই অঞ্চলে এই ধরনের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন তিন নারী কর্মী।
পুলিশের দাবি, এই হামলার পেছনে তালেবানের হাত আছে। সাধারণ মানুষকে স্বাস্থ্য-ব্যবস্থা থেকে বঞ্চিত করার জন্যই এই ধরনের আক্রমণ বারবার চালায় তালিবান। আধুনিক চিকিৎসা ব্যবস্থারও বিরোধী তারা। যদিও সংগঠনটির পক্ষ থেকে হামলার দায় অস্বীকার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, আফগানিস্তানের খোয়ানিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দুজন টিকাদান কর্মী, আহত হয়েছেন এক জন। অন্য দিকে, সুরখরোদ এলাকায় মৃত্যু হয়েছে দুজনের।
এ ছাড়া জালালাবাদে টিকাদানের সময় প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন আরও দুজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে দুই কর্মীকে। অর্থাৎ আক্রমণে প্রথমে মোট আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর।
পরে সব মিলিয়ে মৃতের সংখ্যা পাঁচে দাঁড়িয়েছে। গত মার্চে জালালাবাদে গুলি করে হত্যা করা হয় তিন নারী কর্মীকে। পরে আইএস জঙ্গি সংগঠন সেই আক্রমণের দায় স্বীকার করেছিল।