নারী সংক্রান্ত অপরাধ দমনে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার বাঙালি মহিলা সমাজ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জুন।। নারী সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে বাঙালি মহিলা সমাজ।রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ দিনের-পর-দিন বৃদ্ধি পেতে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাঙালি মহিলা সমাজ। সংগঠনের প্রতিনিধি দল বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয়ে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন।

দাবি সনদ প্রদানের আগে সংগঠনের কর্মীরা পুলিশের মহানির্দেশক এর মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন। সেখান থেকে একা প্রতিনিধিদল পুলিশের মহানির্দেশক এর সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন। সংগঠনের রাজ্য সভানেত্রী সুনীতি দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ ও হত্যা কান্ডের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করছে না। ফলে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে।

নারী নির্যাতন ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা বন্ধ করার লক্ষ্যে প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রদেয় স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১২জুন আগরতলা শহরের অনতি দূরে শ্রীনগর থানা এলাকায় নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে। গত বার মে বিলোনিয়ার পুরাতন রাজবাড়ী থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। বাধা দেওয়ায় তার ছোট ভাইকে হত্যা করেছে। ২৮ শে মে পানিসাগর থানাধীন চাঁদপুর এলাকায় এক নাবালিকাকে চারজন মিলে গণধর্ষণ করেছে।

এধরনের পাশবিক ঘটনা বন্ধ করার জন্য বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশক এর কাছে জোরালো দাবি জানানো হয়েছে। অবিলম্বে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নেশা সামগ্রির বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। সর্বোপরি, পণ প্রথা উচ্ছেদের জন্য প্রচলিত আইনের সংশোধন করার দাবি জানানো হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?