অনলাইন ডেস্ক, ১৫ জুন।। ইউরো চ্যাম্পিয়নশিপে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচটিতে কে হবেন মাঠে পর্তুগিজদের মূল খেলোয়াড়?
পাঁচ বছর আগে রূপকথার গল্প লিখে ফ্রান্সের মাটিতে প্রথমবারের মতো ইউরো কাপ জেতে পর্তুগাল। এবারও এক ঝাঁক শীর্ষস্থানীয় প্রতিভাবান তারকা নিয়ে তারা টুর্নামেন্টে এসেছে ফেবারিট হিসেবে। কিন্তু ফার্নান্দো সান্তোসের দলের সামনে বিপদ একটাই।
আসরে তারা পড়েছে ডেথ গ্রুপে। ‘এফ’ গ্রুপে পর্তুগালের তিন প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি। তবে শিষ্যদের ওপর ভরসা আছে কোচ সান্তোসের। পর্তুগাল গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
পর্তুগিজদের স্কোয়াড সাজানো হয়েছে রুবেন দিয়াজ, হোয়াও ফেলিক্স, দিয়োগো জোতা, গনসালো গুয়েদেসদের মতো তারকাদের নিয়ে। যারা সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাব লেভেলে ছিলেন দুর্দান্ত ফর্মে। তবে আসরে পর্তুগালের স্কোয়াডে বড় দুই নাম, অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ও মিডফিল্ডার মায়েস্ত্রো ব্রুনো ফার্নান্দেজ।
বয়স ৩৬ হলেও এখনো দুর্দান্ত ফর্মে আছেন জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদো। ইতালিয়ান শীর্ষ লিগ সিরি’আতে গত মৌসুমে ২৯ গোল করে জিতেছেন গোল্ডেন বুট।
জুভদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ গোলের পাশাপাশি ৪ গোলে অ্যাসিস্ট করেন রোনালদো।
অন্যদিকে ব্রুনো ফার্নান্দেজ, নিজের সেরা ফর্মে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুম কাটিয়েছেন। ২৬ বছর বয়সী তারকা রেড ডেভিলদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ গোলের পাশাপাশি ১৭ গোলে অ্যাসিস্ট করেছেন। ওল্ড ট্রাফোর্ডে কোচ ওলে গানার সুলশারের মূল খেলোয়াড়ও এখন তিনি। মাঠে ফার্নান্দেজের সৃজনশীলতা ইতিমধ্যে নজর কেড়েছে ফুটবল বিশ্বের।
তবে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে কে হতে যাচ্ছেন পর্তুগালের মূল খেলোয়াড়— রোনালদো না ফার্নান্দেজ? সমর্থকদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।