অনলাইন ডেস্ক, ১৫ জুন।। ইউরো কাপে শুরুটা ভালো হলো না তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের। ‘ই’ গ্রুপের ম্যাচে তাদের রুখে দিল সুইডেন। সোমবার সেভিয়ার লা কার্তুহায় দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলেছে স্পেন।
৮৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে দলটি। ছোট ছোট পাসে তৈরি করে দারুণ সব সুযোগ। কিন্তু খুলতে পারেনি গোলমুখ। তাই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লুইস এনরিকের দলকে।
একই দিন গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারায় স্লোভাকিয়া। ফলে তারাই এখন ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। ১ পয়েন্ট করে পাওয়া স্পেন ও সুইডেন আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। আর পয়েন্ট শূন্য পোল্যান্ড আছে চারে।
শনিবার ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্পেন। আগের দিন সেন্ট পিটার্সবার্গে স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে সুইডেন।