স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুন।। হিন্দু বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ এর অন্যতম পার্বণ জামাই ষষ্ঠী। জামাইষষ্ঠীকে কেন্দ্র করে শাশুড়ি মা ও জামাইদের মধ্যে ইতিমধ্যে আনন্দ- উল্লাসের জোয়ার বইতে শুরু করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
রাত পোহালেই জামাই ষষ্ঠী ।তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বাজারে ষষ্টি পুজোর সামগ্রী ক্রয় করতে ক্রেতাদের তেমন ভিড় নেই। করমচা, বাসের ডিক, সুতু,বানা, ফুল, বেলপাতা, দূর্বা সব কিছুই রয়েছে বাজারে প্রচুর পরিমাণে।
কিন্তু বাজারে ক্রেতা নেই বললেই চলে। ব্যবসা করতে আসা বিক্রেতাদের মাথায় হাত দিয়ে বসে আছেন।
বর্তমান কোভিড পরিস্থিতির কারণেই বাজারে চাহিদা কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতি হিন্দু বাঙ্গালীদের যাবতীয় আচার-অনুষ্ঠানের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। প্রত্যেকেরই সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কৌশল নিয়েছেন।
ফলশ্রুতিতে অনেক জামাই বাবাজিরা নিমন্ত্রণ রক্ষা করতেও ইতঃস্তত বোধ করছেন। তাতে করে সমাজ ব্যবস্থায় আত্মকেন্দ্রিকতা আরো জাঁকিয়ে বসতে পারে।