স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জুন।। রবিবার রাতে পশ্চিম জয়নগর এলাকায় এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে দুস্কৃতিকারীরা আক্রমণ সংগঠিত করেছে। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে হামলার প্রতিবাদে সোমবার এস এফ আই, ডি ওয়াই এফ আই, এবং টি ওয়াই এফ বামপন্থী ছাত্র যুব সংগঠন মিলে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
বাম ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক এর প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যে বিরোধীদের রাজনৈতিক অধিকার হরণ করার চক্রান্ত শুরু হয়েছে। ছাত্ররা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুলতে পারছেনা। একের পর এক হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
এসব বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন। পুলিশের অস্তিত্ব নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পুলিশ শাসক দলের তল্পিবাহক হয়ে কাজ করে চলেছে বলে অভিযোগ। অবিলম্বে এ ধরনের হামলার ঘটনা বন্ধ না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।