অনলাইন ডেস্ক, ১৫ জুন।। দাপুটে জয় দিয়ে কোপা আমেরিকার শুভ সূচনা হলো প্যারাগুয়ের। আনহেল রোমেরোর জোড়া গোলে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া বলিভিয়াকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এদুয়ার্দো বেরিজ্জোর শিষ্যরা।
ব্রাজিলের গোলানিয়ার এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বলিভিয়া। ১০ম মিনিটে পেনাল্টি পায় তারা। স্পট কিকে প্যারাগুয়ের জাল খুঁজে নিতে কষ্ট হয়নি আরভিন সাভেদ্রার।
কিন্তু বিরতিতে যাওয়ার আগে ১০ জনের দল হয়ে পড়ে বলিভিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড জউমি কুয়েলার। দ্বিতীয়ার্ধে খর্ব শক্তি নিয়ে মাঠে নেমে ৩ গোল হজম করে বসে বলিভিয়া।
৬২তম মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরান আলেজান্দ্রো রোমেরো। এর তিন মিনিট পরেই দলকে এগিয়ে দেন আনহেল রোমেরো। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এই ২৮ বছর বয়সী সান লরেঞ্জো ফরোয়ার্ড। বাকি সময় এই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট আদায় করে নেয় প্যারাগুয়ে।