অনলাইন ডেস্ক, ১৫ জুন।। ন্যাটোর নেতারা চলতি বছরের শেষের দিকে আফগানিস্তানে তাদের মিশন সমাপ্ত হওয়ার পর কাবুলের বেসামরিক বিমানবন্দরের জন্য তহবিল সরবরাহ বজায় রাখার ব্যাপারে সোমবার সম্মত হয়েছেন।
ন্যাটো সম্মেলনের পর এক বিবৃতিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আফগানিস্তানের সংযোগ বজায় রাখার পাশাপাশি একটি স্থায়ী কূটনৈতিক এবং আন্তর্জাতিক উপস্থিতির ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটা উপলব্ধি করে ন্যাটো হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রাখা নিশ্চিত করতে অন্তর্বর্তী তহবিল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।
এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, ২০ বছরের সামরিক সংশ্লিষ্টতার পর আমেরিকান সৈন্যরা ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করবে। এরপর একই ঘোষণা দেয় ন্যাটো বাহিনী।
ইতিমধ্যে আফগানিস্তান ত্যাগ করেছে অর্ধেকের বেশি সেনা। প্রতিরক্ষা সরঞ্জামের বড় একটি অংশ হয় সরিয়ে ফেলা হয়েছে, নয়তো ধ্বংস করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ১ মে সৈন্য প্রত্যাহার শুরু হয়। সে দিন থেকে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আফগানিস্তানে, নিহত ও আহত হয়েছে অসংখ্য বেসামরিক মানুষ।