স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ জুন।। সুনীল দাস নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কল্যাণপুর থানার পুলিশ। ঘটনা কল্যাণপুর থানাধীন ঘিলাতলী এলাকাতে সোমবার বিকেলে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সংবাদে জানা যায়. ঘিলাতলী এলাকার মৃত শুধন দাসের ছেলে সুনীল দাস ওরফে পিছন দাস একসময় এলাকায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরেই উনি আলাদা থাকতেন এবং সংসার ও পরিজনদের প্রতি উনার অনেকটাই অনীহা ছিল ।এলাকা সূত্রে খবর মাঝে অনেকদিন সাংসারিক ঝামেলার জন্য পরিজনদের থেকে অনেকটা দূরে ছিলেন সুনীল দাস, এরইমধ্যে প্রতিদিন মদের নেশায় বুঁদ হয়ে থাকতেন সুনীল দাস। আজ সন্ধ্যা রাতে হঠাৎ করে ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকার ভক্ত দাস পাড়া সন্নিহিত এলাকায় কয়েকজন এলাকাবাসী লক্ষ্য করেন সুনীল দাস মৃত অবস্থায় পড়ে রয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য এবং উদ্বেগ তৈরি হয়েছে ।
ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক অনুমান হয়তোবা অতিরিক্ত মদ্যপানের ফলে মৃত্যু হয়েছেন সুনীল দাস এর, ময়নাতদন্তের পর গোটা বিষয় পরিষ্কার হবে। সুনীল দাস এর মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। মৃত্যুকালে সুনীল দাস রেখে গেছেন উনার স্ত্রী এবং এক পুত্র ও এক বিবাহিত কন্যাকে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে। পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে দিয়েছে। তবে খুলনা অস্বাভাবিক মৃত্যু পুলিশের তদন্ত কমিটি আসল রহস্য উদ্ঘাটন করতে।