স্টাফ রিপোর্টার,কমলপুর, ১৫ জুন।। ধলাই জেলার কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডারের শীল পাড়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ মিলেছে। মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এক গৃহবধূ হত্যার ঘটনায় কমলপুর থানার দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের শীলপাড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
মৃত গৃহবধূর নাম অসিতা দেব( শীল)। স্বামীর নাম কার্তিক শীল । বাড়ি দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের শীল পাড়ায় । সে পেশায় দিনমজুর। স্ত্রী খুনের সন্দেহে স্বামী কার্তিক শীলকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। সে আগেও একটি বিয়ে করেছিল। আগের বউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগের সংসারের দুটি সন্তান রয়েছে।
প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো, মারধোর হতো। জানালেন পাড়া পড়শিরা। মঙ্গলবার ভোরবেলায় পাশের বাড়ির কার্তিকের বড় ভাই বীরেন্দ্র শীল ঘটনা পুলিশকেে জানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়।
এ ব্যাপারে এখন করেছে কমলপুর থানার পুলিশ। অভিযোগমুলে পুলিশ স্বামী কার্তিক শীলকে গ্রেপ্তার করেছে। পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।