স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুন।। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট, ভেনেরোলোজিষ্ট এবং লেপ্রলজিস্টস নর্থ ইস্ট স্টেট ব্রাঞ্চ।
মঙ্গলবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট, ভেনেরোলোজিষ্ট এবং লেপ্রলজিস্টস নর্থ ইস্ট স্টেট ব্রাঞ্চের উদ্যোগে মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজে হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মাক্স , সেনিটাইজার, পিপিই কিট সহ মোট ৬টি আইটেমের জিনিসপত্র প্রদান করা হয়।
ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র তুলে দেওয়া হয় ত্রিপুরা মেডিকেল কলেজের সুপারেন্টেনের হাতে।
পাশাপাশি এদিন এজিএমসি জিবির সুপারেন্টেনের হাতেও এ ধরনের জিনিসপত্র তুলে হয়েছে। আগামী দিনেও সস্তর পক্ষ থেকে এ ধরনের চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম প্রদান করা হবে বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন।
এধরনের প্রয়াস এর প্রশংসা করেছেন মেডিকেল কলেজ হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিকরা।