অনলাইন ডেস্ক, ১৫ জুন।। ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে স্বস্তি ফিরেছে ফ্রান্স শিবিরে। মঙ্গলবার দিবাগত রাতে ফরাসিরা আতিথেয়তা গ্রহণ করবে জার্মানদের।
হাইভোল্টেজ ম্যাচটিতে করিম বেনজেমা ও আঁতোয়া গ্রিজম্যানকে পাচ্ছে ফ্রান্স। চোট থেকে সেরে উঠেছেন আক্রমণভাগের এই দুই তারকা।
গত মঙ্গলবার ইউরো শুরুর আগে বুলগেরিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রীতি ম্যাচে হাঁটুর চোটে পড়েন বেনজেমা। অন্যদিকে পায়ের মাংসপেশিতে চোট পান গ্রিজমান। অবশ্য দুজনের চোট অত বেশি ভয়ংকর ছিল না।
ফ্রান্স শিবিরে স্বস্তি ফিরলেও জার্মানদের দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। পায়ের চোটের কারণে তারা এই ম্যাচে পাচ্ছে না মিডফিল্ডার লিওন গোরেৎজকাকে।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকবেন ইলকি গুন্দোগান ও টনি ক্রুস।
৭ জুন প্রীতি ম্যাচে লাটভিয়াকে ৭-১ গোলে হারানোর সুখস্মৃতি নিয়ে ইউরোর ‘এফ’ গ্রুপে ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি।