স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জুন।। আগরতলা টাউন হল সংলগ্ন একটি বড় ইলেকট্রিক ট্রান্সফরমারে সোমবার দিনের বেলা আচমকা আগুন লেগে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান ট্রান্সফরমারে বিকট শব্দ করে আগুনের ফুলকি দেখতে পান তারা৷
এরপর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়৷ বহুবার বিদ্যুৎ নিগমের কার্যালয়ে ফোন করা হয়৷ কিন্তু কোন উত্তর পাওয়া যায়নি৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আগরতলা ফায়ার সার্ভিস থেকে একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়৷
এরপর আসে বিদ্যুৎ নিগমের কর্মীরা৷ তারাই ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে৷ অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা৷ বিদ্যুৎ কর্মীরা জানান আচমকা অতিরিক্ত লোড পড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে৷
এর উপর সংযোগে কিছুটা সমস্যা ছিল, যে কারণে আগুনের সূত্রপাত৷ তবে আগুন যদি ছড়িয়ে পড়তো বড়োসড়ো ক্ষতি হতো বলে জানা গেছে৷ ইলেকট্রিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের বাড়িঘরে বৈদ্যুতিন সামগ্রীর ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷